
ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ বহনে অংশ নেওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে ইসরায়েলি সেনা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিএনএন লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আটক হওয়ার পর প্রকাশিত একটি ভিডিও বার্তায় থুনবার্গ বলেন, “আমাকে অপহরণ করা হয়েছে।”
ভিডিওতে তিনি আরও বলেন, “আপনি যদি এই ভিডিওটি দেখেন… ইসরায়েলি বাহিনী আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে আটক করেছে। আমাদের মানবিক মিশন ছিল শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইন অনুসারে। দয়া করে আমার সরকারকে বলুন, যেন আমার এবং অন্যদের অবিলম্বে মুক্তির দাবি করা হয়।”
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতের মধ্যে নৌ-কমান্ডোরা ৪৪টি জাহাজের মধ্যে প্রায় ৪০টিতে উঠে গিয়ে জিপিএস সিগন্যাল বন্ধ করে শত শত কর্মীকে আটক করেছে। আটক যাত্রীদের মধ্যে রয়েছেন নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও। রয়টার্স যাচাই করা একটি ভিডিওতে গ্রেটাকে সৈন্যবেষ্টিত ডেকে বসে থাকতে দেখা গেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত সকল ফ্লোটিলা যাত্রীকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে ইউরোপে ফেরত পাঠানো হবে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ, বেসামরিক নেতৃত্বাধীন উদ্যোগ। এর লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলের অমানবিক অবরোধ ভেঙে দেওয়া এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ইসরায়েলের অনাহার নীতি ও গণহত্যার অবসান ঘটানো।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনে দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের জলসীমার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই।”