
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই বছরের ইসরায়েলি হামলার ফলে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা এখন ১ লাখ ৭০ হাজার ৬৬৪ জন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিম এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা থাকা মানুষদের কাছে পৌঁছায়নি।”
গত ১১ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৯৪ জন আহত হয়েছেন। এছাড়াও ধ্বংসাবশেষ থেকে ৪৯৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
চলতি বছরের শুরুতে একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল ২৭ মে থেকে গাজায় পৃথক খাদ্য ও সহায়তা বিতরণ শুরু করে। এই পদক্ষেপের কারণে অঞ্চলে দুর্ভিক্ষ প্রকট হয়ে ওঠে।
ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালায়, যার ফলে শতাধিক মানুষ নিহত হয়। দুর্ভিক্ষের কারণে শিশুসহ আরও অনেকে প্রাণ হারিয়েছেন।
গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। বর্তমানে উপত্যকাজুড়ে চলমান সংঘাতের জন্য ইসরায়েল আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।