
অবৈধ গ্যাস ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযানে গত একদিনে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে প্রায় ২৫০০টি দ্বিমুখী অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। পাশাপাশি ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (১৯ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষের জনসংযোগ অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত রোববার (১৮ মে) ঢাকা বিপণন বিভাগ-৪ (গুলশান কার্যালয়) এর আওতাধীন কড়াইল বস্তি সংলগ্ন এলাকার ৪টি স্পটে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রোড-৩৪, গুলশান-১ এর রোড সংলগ্ন হাউজ নং-০১, রোড-৩৩, গুলশান-১ রোড, রোড-৩২, গুলশান-১ রোড ও রোড-৩০, গুলশান-১ রোড সংলগ্ন সার্ভিস লাইন হতে সার্ভিসটির মাধ্যমে প্লাস্টিক কয়েল পাইপ এর মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ পরিলক্ষিত হয়। এতে আনুমানিক অবৈধ ২২৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় আনুমানিক ৫০০ ফিট ১ ইঞ্চি প্লাস্টিক কয়েল পাইপ জব্দসহ সোর্স ধ্বংস করা হয়েছে।
একইদিনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ- জয়দেবপুর, জোবিঅ-জয়দেবপুর এর আওতাধীন ইটাহাটা, মেট্রো বাসন থানা, গাজীপুর এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ৫০০ ফুট বিতরণ লাইনের আনুমানিক ২৫০টি আবাসিক দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় বিভিন্ন ব্যাসের ৪৫০ ফুট লাইন পাইপ জব্দ করা হয়েছে।
এছাড়া, জোবিঅ-কিশোরগঞ্জ ও রাজস্ব উপশাখা-কিশোরগঞ্জ এর বিশেষ অভিযানে বকেয়ার জন্য ৩টি আবাসিকের ৭টি ডাবল চুলা ও অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ১টি আবাসিকের ২টি ডাবল চুলাসহ মোট ৪টি আবাসিকের ৯টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় একজন আবাসিক গ্রাহকের কাছ থেকে তাৎক্ষণিক ৩২ হাজার ১৪৫ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে।