
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭।
র্যাব জানায়, শনিবার ২০ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, বুইশশার বিরুদ্ধে নগরীর একাধিক থানায় অস্ত্র মামলা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিদেশে পলাতক বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রাম নগরীতে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতেন।
র্যাব আরও জানায়, ওই সন্ত্রাসী চক্রের অস্ত্রের উৎস, অন্যান্য সদস্যদের পরিচয় এবং সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে বুইশশার সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সংস্থাটি দাবি করেছে, নগরীতে চাঁদাবাজি, সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি এবং প্রতিপক্ষকে হামলার হুমকি দেওয়ার মতো কর্মকাণ্ডে বুইশশা ও তার সহযোগীরা সক্রিয় ছিল। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে আজ সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।