
চট্টগ্রাম শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিরপরাধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদাবাজির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। পাশাপাশি, এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের রক্ষা করতে জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার (১৮ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, রাজধানীর পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর, যেখান থেকে দেশের বৃহৎ অংশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়। এ ধরনের অর্থনৈতিক কেন্দ্রকে নিরাপদ রাখতে হলে সেখানে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরিহার্য।
তবে বর্তমানে চট্টগ্রামে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং চাঁদাবাজদের দৌরাত্ম্যে জনজীবনে চরম অস্থিরতা দেখা দিয়েছে বলে দাবি করে বিএনপি। এতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে এবং সামগ্রিক অর্থনীতিও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়।
বিবৃতিতে বলা হয়, এসব অনিয়মের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। বিএনপি সকল স্তরের জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি, এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।