
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বুধবার (২০ আগস্ট) সকালে এক ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি ছোড়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা ঘটে বেলা ১১টার দিকে মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ৯টি খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী মো. জাহাঙ্গীর ইটভাটা ও আবাসন নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত। দুই সপ্তাহ আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির খবর দেওয়া হয়। তবে তিনি তা উপেক্ষা করেন। এ ঘটনার পর বুধবার সকালেও তার বাড়িতে হামলা চালানো হয়। দুইটি মোটরসাইকেল করে ছয়জন হামলাকারী আসে। চারজন সীমানাপ্রাচীর ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে দোতলা বাড়িকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত সটকে পড়ে।
স্থানীয়রা জানান, বাড়ির বাসিন্দারা চট্টগ্রাম নগরের বাসায় থাকেন। বুধবারও বাড়িতে কেউ না থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, সিসিটিভি ফুটেজে চারজনকে মুখোশ পরে গুলি করতে দেখা গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী ঘটনার আগে চাঁদা দাবির বিষয়টি পুলিশকে জানাননি। বর্তমানে তিনি জানিয়েছেন, ১৫ দিন আগে হোয়াটসঅ্যাপে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। তার ধারণা, চাঁদা না দেওয়ায় এই হামলা হয়েছে। তাকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলার পর আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করব।