
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ উপড়ে এক পাহারাদারকে হত্যা করা হয়েছে। উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশে শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। পরে রোববার সকালে মো. তোজ্জামেল হক নামে ওই পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তোজাম্মেল হক (৬৫) একই উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত জনাব আলির ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি পুকুরের পাশে অবস্থান করছিলেন। পরদিন সকালে স্থানীয়রা পুকুরপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা আরও জানায়, তোজ্জামেল হক বিলাল হাজির মুসলিমপুর এলাকার একটি পুকুরের নাইট গার্ড হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন আছে এবং বাম চক্ষু উপড়ে ফেলা অবস্থায় পাওয়া গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে; দীর্ঘদিনের শত্রুতা বা চুরি সংক্রান্ত কোনো ঘটনার জেরেই এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।