
ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, কিছু প্রার্থী বারবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও প্রশাসন তা দেখেও কোনো পদক্ষেপ নিচ্ছে না।
রোববার দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিজনেস ফ্যাকাল্টির সামনে সাংবাদিকদের তিনি বলেন, কোনো কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে। কনসার্ন দেওয়ার পরেও প্রশাসন নীরব ভূমিকা দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে, এখনও করছে, যেটা দুঃখজনক।
সাদিক কায়েম আরও বলেন, “আমরা ডাকসুর আমেজকে ক্যাম্পাসে ছড়িয়ে দিতে চাই। তবে পরীক্ষার কারণে সামগ্রিক নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি, ৯ সেপ্টেম্বরের আগে যেন কোনো পরীক্ষা না নেওয়া হয়। এ বিষয়গুলো শিক্ষার্থীদের সঙ্গেও আমরা আলোচনা করেছি।”
নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
এ সময় একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করে বলেন, আমাদের নারী প্রার্থীদের নিয়ে অপপ্রচার, ভিডিও এডিট করে অবমাননাকর পোস্ট ছড়ানো হচ্ছে। আরও নিন্দনীয় বিষয় হলো, এগুলো একটি দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই করা হচ্ছে। দায়িত্বশীল জায়গা থেকে এমন কাজ অগ্রহণযোগ্য।
তিনি আরও যোগ করেন, অনেক প্রার্থী আচরণবিধি ভঙ্গ করছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং কমিশনও একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, যা আগেও করেছে।