
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহ রাকিব হোসেন (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গণপিটুনিতে মিলন হোসেন (৩৮) নামে একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে মোহাম্মদপুরের সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিলন হোসেনকে পুলিশ পাহারায় শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজউদ্দিন বলেন, “বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাকিব হোসেন ও মিলন নামের দুই ছিনতাইকারী মোহাম্মদপুর সিটি হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে এক ব্যক্তিকে চাপাতি ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করছিলেন। এসময় ওই ব্যক্তি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে বেধড়ক গণপিটুনি দেন।”
পরে মোহাম্মদপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থ থেকে তাদের উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রাকিব নামে ওই যুবকের মৃত্যু হয়। আরেক অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এছাড়াও রাকিবের বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় একটি চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে।”