
তিন দফা দাবিতে আন্দোলনরত বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস-উর রহমান বলেছেন, “তোমরা যা চাও, সেটা সুন্দরভাবে লিখে যথাযথভাবে মন্ত্রণালয়ে জমা দাও, দাবিগুলোর সমাধান হয়ে যাবে।”
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সচিব আরও বলেন, “তারা (প্রকৌশল শিক্ষার্থীরা) তাদের দাবিগুলো স্মারকলিপির আকারে দিলে, যেহেতু তারা রিসার্চ করেছে, আইন-কানুন জানে, সেগুলো সংযুক্ত করে দিলে অল্প সময়ের মধ্যেই সমাধান সম্ভব। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আবেদন আসেনি, তবে আমরা বিষয়টি শুনেছি।”
তিনি জানান, এ বিষয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে ‘সচিব কমিটি’র মাধ্যমে আন্তঃমন্ত্রণালয় সভায় আলোচনা করলেই সমাধান সম্ভব।
তিনি বলেন, “একটা বা দুইটা মিটিং লাগবে। এটা খুব জটিল কিছু নয়। যারা সরাসরি ভুক্তভোগী, তারাই নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠালে আমরা তা ইতিবাচকভাবে দেখব। কোনো কিছু ফেলে রাখা হবে না।”
ডিপ্লোমা প্রকৌশলী ও বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “দুটো পক্ষই সরকারের। সরকারি সুযোগ যারা বেশি নেয়, তারাই বেশি সমস্যাও তৈরি করে। আমরা সমাধানের জন্য প্রস্তুত। প্রস্তাব এলেই সবাইকে ডেকে আলোচনায় বসা হবে।”
শাহবাগ অবরোধ করে আন্দোলন করা প্রসঙ্গে তিনি বলেন, “রাস্তাঘাট বন্ধ করার দরকার নেই। এটা বুদ্ধিমানের কাজ না। আমরাই তো সরকারে থেকেও কত রাস্তাঘাট বন্ধ করেছি। ভোগান্তি আমরা অফিসাররাও কম করিনি।”
তিনি আবারও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তোমরা যা চাও সেটা যুক্তিযুক্তভাবে লিখে মিনিস্ট্রিতে দাও, তাহলে কোনো সংকট থাকবে না।”