
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনেও দলীয় আনুষ্ঠানিকতা সীমিত থাকছে। গত বছরের মতো এবারও বড় কোনো আয়োজন থাকছে না, বরং দোয়া-মিলাদ ও অর্থদানেই কর্মসূচিকে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি নিজেই।
তারেক রহমান ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তিনি, পরিবারে ডাকনাম ছিল পিনো। মাত্র ২২ বছর বয়সে, ১৯৮৮ সালে, তিনি বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামেন। এর আগেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
১৯৯১ এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে মায়ের সঙ্গে দেশজুড়ে প্রচারণায় অংশ নেন। পরে ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলন ২০০৯ সালে এবং ষষ্ঠ সম্মেলন ২০১৬ সালে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, আগামী মাসে ওমরাহ শেষে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন।