
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা টানা তৃতীয় দিনে গড়ালেও এখনো শেষ হয়নি। এর আগে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। শনিবারও গণনার কাজ অব্যাহত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা চলছে। তবে কখন এ প্রক্রিয়া শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিবারই ভিন্ন ভিন্ন সময়সীমা জানানো হলেও এখন পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশ সম্ভব হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষ করে ফলাফল প্রকাশ করা হবে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বৃহস্পতিবার দুপুরে দাবি করেছিলেন, সেদিন বিকেলের মধ্যেই ফলাফল দেওয়া সম্ভব হবে। পরবর্তীতে তিনি জানান, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু সেই ঘোষণাও বাস্তবায়িত হয়নি।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সেদিন রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।