
জাতীয় সনদ ২০২৫ চূড়ান্ত রূপ দিতে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও গভীর আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ বৈঠক তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে।
আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
বৈঠকে তারা খসড়া সনদ পর্যালোচনা করে সাংবিধানিক, আইনগত ও রাজনৈতিক দিকগুলো বিবেচনায় নিয়ে বাস্তবায়নের সম্ভাব্য পথ নিয়ে মতামত দেন।
কমিশনের পক্ষ থেকে আলোচনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।
এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠকে সনদ বিষয়ে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। দল ও জোটগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামতও রবিবারের এই সভায় পর্যালোচনা করা হয়।