
জাতীয় সংসদ ভবনের চারপাশে ছড়িয়ে পড়েছে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি, শুক্রবার দুপুরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী একটি গোষ্ঠীর সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পুরো এলাকা রূপ নেয় নিরাপত্তা বলয়ে।
দুপুর ১টা ২৬ মিনিটের দিকে হঠাৎ উত্তেজনা শুরু হয়, যখন ওই গোষ্ঠীর সদস্যরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ২টার পরও থামেনি ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষ ছড়িয়ে পড়ার আগে তারা গেট ভেঙে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে মঞ্চ এলাকার দখল নেয়। সেখানে অবস্থান নিয়ে অতিথিদের আসনে বসে তারা স্লোগান দিতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং লাঠিচার্জ চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই সময় বিক্ষোভকারীরা সংসদ ভবন এলাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।
এর আগে সকাল থেকে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে শতাধিক ব্যক্তি ১২ নম্বর গেটের সামনে অবস্থান নেয়। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং পরে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মূল মঞ্চ এলাকায় প্রবেশ করে।
এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।