
জাতীয় জুলাই সনদ কার্যকর করার সঙ্গে সংযুক্ত গণভোটের বিষয়টি আলোচনা করতে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। সোমবার (৩ অক্টোবর) সকাল ১০টার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বৈঠক শেষে বেলা সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং দেওয়া হবে।
রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদ ইস্যুতে গণভোটের তারিখ নিয়ে মতভেদ তৈরি হয়েছে। জুলাই আন্দোলনের শীর্ষ নেতৃত্বে থাকা ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জানিয়েছে যে, গণভোট যেকোনো দিন আয়োজন করা যেতে পারে।
অন্যদিকে, জামায়াত ও তাদের সঙ্গে জোটবদ্ধ ৮টি রাজনৈতিক দল দাবি করছে যে, নভেম্বরের মধ্যে এই গণভোট আয়োজন করা আবশ্যক।
এদিকে, বিএনপি নেতারা জানিয়েছে যে, সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে গণভোট আয়োজন করলে তাদের কোনো আপত্তি নেই।
আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি জানিয়েছেন, গণভোটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কাছ থেকে প্রকাশ করা হবে।