
টাঙ্গাইলের মির্জাপুরে এক মর্মান্তিক ঘটনায় নিজের মাকে পিটিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ইউনুস মণ্ডল নামের এক যুবক। শনিবার (২৬ জুলাই) ভোরে তিনি নিজেই মির্জাপুর থানায় গিয়ে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
ঘটনাটি ঘটেছে তার আগের দিন, শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে। নিহত ফুলমালা বেগম (৭০) ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে ফুলমালা বেগম ছেলেকে বাড়ির কিছু কাজ করতে বলেন। কিন্তু ইউনুস রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইউনুস লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সন্ধ্যার দিকে প্রতিবেশীরা বাড়িতে ফুলমালার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর কয়েক ঘণ্টা পর, ভোরে ইউনুস নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের পর আত্মসমর্পণকারী ইউনুসকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।”