
কক্সবাজারের টেকনাফে র্যাবের একটি অভিযানে গ্রেফতার হওয়া ১২টি মামলা অন্তর্ভুক্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে মুক্ত করতে তার সহযোগীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় র্যাবের কয়েকজন সদস্য আহত হন এবং দুইজনকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন রোহিঙ্গা ক্যাম্প ২৪ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. ছালাম এবং হ্নীলা এলাকার ছৈয়দ নূরের ছেলে মো. আনোয়ার হোসাইন। তাদের কাছ থেকে দুইটি লাঠি এবং সাতটি ইটের টুকরো উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ২৬ সেপ্টেম্বর বিকেলে র্যাব-১৫ এর সিপিসি-১ টিম হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। জাহাঙ্গীর লেদা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
আটকের সময় জাহাঙ্গীরের চিৎকারে তার সহযোগীরা দলবদ্ধ হয়ে ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে র্যাবের ওপর হামলা চালায়। রাস্তা অবরোধ করে তারা আসামিকে উদ্ধার করার চেষ্টা করে।
র্যাবের কৌশলী পদক্ষেপে হামলাকারীদের মধ্যে দুইজনকে আটক করা সম্ভব হয়। এই ঘটনার পর র্যাব সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।