
টেলিগ্রাম অ্যাপে বিদেশি প্রতিষ্ঠানের নামে ভুয়া গ্রুপ খুলে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি দল এলআইসি ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় ৬ নভেম্বর ভোরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকা থেকে চক্রের হোতা ফারদিন আহমেদ ওরফে প্রতীককে গ্রেপ্তার করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল এলাকা থেকে তার আরেক সহযোগী সাগর আহমেদকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে টেলিগ্রামে ‘বিদেশি বিনিয়োগ প্ল্যাটফর্ম’ নামে ভুয়া গ্রুপ খুলে অল্প সময়ে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে প্ররোচিত করত।
ভুক্তভোগীরা যখন গ্রুপে যুক্ত হতো, তখন কিছু ভুয়া সদস্য সেখানে লাভবান হওয়ার গল্প শেয়ার করে অন্যদের বিনিয়োগে উৎসাহিত করত। এসব পোস্টই ছিল প্রতারণার ফাঁদ।
ভুক্তভোগীরা প্রলুব্ধ হয়ে বিনিয়োগের পর চক্রটি তৃতীয় ব্যক্তির নামে খোলা ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একাউন্ট ব্যবহার করে টাকা আত্মসাৎ করত। এভাবে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছে।
এমনকি যেসব একাউন্টের মাধ্যমে লেনদেন করা হতো, সেগুলোর মালিকরা অনেক সময় না জেনেই অভিযুক্ত হয়ে পড়েন।
ঘটনার পর পল্টন থানায় দুটি পৃথক মামলা করা হয়।