
আগামী জাতীয় নির্বাচনের আগে সময় সুবিধা পেলে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে বাস্তবায়নের দায়িত্ব পাবে পরবর্তী নির্বাচিত সরকার। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ড. সালেহউদ্দিন বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতিও চলছে। সময় পেলে আমরা তা ঘোষণা করব, আর বাস্তবায়ন নতুন সরকার করবে।”
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য ইতিমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে কমিশন সরকারকে প্রস্তাব দেবে। গত জুলাইয়ে গঠিত এই পে-কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নতুন কাঠামো কার্যকর করার দায়িত্ব থাকছে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে।
আন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় আর্থিক সংকটের কারণে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা কম। তবে পে-কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী সরকার বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করবে। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে।
এছাড়া, নতুন কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন। সরকারের অর্থ বিভাগ এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে।
পে-কমিশন গঠনের পর ১৪ আগস্ট প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয় এবং সরকারি চাকরিদের জন্য নতুন বেতন কাঠামো কতটা কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।