
উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান দুর্ঘটনার ঘটনাস্থল ঘিরে ভিড় বাড়তেই শুরু হয় চড়া দামে পণ্য বিক্রি। এই সুযোগে কয়েকজন ভ্রাম্যমাণ দোকানদার গড়ে তোলে অবৈধ দোকান, যেখানে চলছিল অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপচেষ্টা।
এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার, ৩১ জুলাই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর অঞ্চল-৯ এর তত্ত্বাবধানে পরিচালিত হয় মোবাইল কোর্ট। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলো।
একইসঙ্গে ভোক্তার অধিকার লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছে, যেকোনো ধরনের বেআইনি কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।