
রাজধানীর সড়কজুড়ে ঝুলে থাকা অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টারের দখলদারিত্ব কমাতে নভেম্বর মাসে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মাসব্যাপী এ উদ্যোগে মোট প্রায় আড়াই লাখ অবৈধ প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নগরভবনে ‘ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম’ নিয়ে অনুষ্ঠিত বিভাগীয় পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। সভায় কর্পোরেশনের ১০টি অঞ্চল ও ৫২টি ওয়ার্ডে পরিচালিত উচ্ছেদ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
প্রশাসক জানান, “গত এক মাসে আমরা শুধু প্রধান সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকেই বিপুলসংখ্যক ব্যানার-ফেস্টুন সরিয়েছি। অলিগলিতে এই অবৈধ প্রচারণা সামগ্রীর পরিমাণ আরও বেশি।”
উচ্ছেদ করা ব্যানার-ফেস্টুনের মধ্যে ২৮ শতাংশ রাজনৈতিক, ২১ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানের এবং ১৭ শতাংশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বলে জানান তিনি।
দূষণকারীদের উদ্দেশে প্রশাসক বলেন, “পরিবর্তনের অংশীদার হিসেবে আমরা আশা করি কেউ আর এভাবে শহর নোংরা করবেন না। এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে ইতিবাচক পরিবর্তন আনা যায় না। নগরবাসীও এসব ভিজ্যুয়াল দূষণকে ভালো চোখে দেখছেন না।”
পরিচ্ছন্ন ও নান্দনিক ঢাকা গড়তে রাজনৈতিক নেতা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে অবৈধ প্রচারণা সামগ্রী পরিহারের আহ্বান জানান তিনি। সঙ্গে অনুসারীদেরও এ বিষয়ে সচেতন করার অনুরোধ করেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, অঞ্চল–৩ এ সর্বাধিক ৬৫,১৫০টি ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে। অঞ্চল–৫ থেকে প্রায় ৪৭ হাজার, অঞ্চল–২ থেকে ৩৭ হাজার এবং অঞ্চল–৭ থেকে সরানো হয়েছে ৩৩ হাজার ব্যানার ও ফেস্টুন।
ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে মাসজুড়ে পরিচালিত এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।