
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাইরুজ্জামান আলম মুন্সি (৪৫)। পথে ভাঙ্গার ইন্টারচেঞ্জ এলাকায় হঠাৎ হার্ট অ্যাটাকে তিনি প্রাণ হারান।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে। নিহত খাইরুজ্জামান আলম মুন্সি নড়াইল জেলার লোহাগড়া থানার দীঘলিয়া গ্রামের চেরাক আলী মুন্সীর ছেলে।
ভাঙ্গা উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, "দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাওয়ার সময় বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের গাড়ি বহর ভাঙ্গা বাসস্ট্যান্ডে জড়ো হয়। এ সময় লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাইরুজ্জামান আলম মুন্সি গাড়ি বহরে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করেন। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আক্তারুজ্জামান জানিয়েছেন, "বুধবার রাত ১২টার দিকে ওই কৃষকদল নেতাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম মামুন তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"