
দক্ষিণি সিনেমার সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তামিলনাড়ুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ করা হয়েছে, বিজয়ের দেহরক্ষীরা সমাবেশের সময় এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।
মঙ্গলবার দেশীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পেরাম্বালুর জেলার কুন্নাম থানায় এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন শরৎকুমার নামে এক ব্যক্তি। কুন্নাম পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় থালাপতি বিজয় এবং তার দেহরক্ষীরা মামলার আসামি।
থালাপতি বিজয় ২০২৪ সালে তার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিক) গঠন করেন। গত মাসে তিনি ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি রাজ্যের ক্ষমতাসীন দল দ্রাবিড়া মুন্নেত্রা কাঝগম (ডিএমকে) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি-কে প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করেছেন।
মাদুরাইয়ে টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় বলেন, “টিভিকে কোনও রাজনৈতিক খেলা নয়; এটি একটি আদর্শ। কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। ২০২৬ সালের নির্বাচন হবে টিভিকে ও ডিএমকের লড়াই।” তিনি আরও বলেন, তার দল স্বচ্ছ ও আপসহীন, কাউকে ঠকায় না, এবং তামিলনাড়ুর নারী ও তরুণদের সমর্থন রয়েছে।
সমাবেশে থালাপতি বিজয় শ্রীলঙ্কার কাছ থেকে কাচাথিভু দ্বীপের নিয়ন্ত্রণ ফেরানো এবং তামিল জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার রাজনৈতিক কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি রাজনীতিতে তার জনপ্রিয়তার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে দুই দশকের চলচ্চিত্রজীবনের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও রাজনীতিতে বিজয় এখনও নবাগত। সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন সরকারের সমালোচনা করে চেন্নাইয়ে বিক্ষোভের সময় পরিচ্ছন্নতা কর্মীদের গ্রেপ্তারের ঘটনাকে “ফ্যাসিবাদী” ও “অমানবিক” বলে অভিহিত করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া