
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। রোববার দলের এক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার পরদিনই এ হুমকি আসে। ঘটনাটির পর চেন্নাই পুলিশ এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকার ইস্ট কোস্ট রোডে বিজয়ের বাড়িতে এই হুমকি পৌঁছায়। খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিশেষ প্রশিক্ষিত কুকুর নিয়ে পুরো বাড়ি তল্লাশি চালায়।
পুলিশের এক কর্মকর্তা জানান, বাড়ির প্রতিটি কক্ষ ও স্থান সতর্কভাবে পরীক্ষা করা হচ্ছে যাতে কোনো ঝুঁকি না থাকে। বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি গাড়ি তল্লাশি কার্যক্রমও চলছে। এ ঘটনার সঙ্গে সাম্প্রতিক পদদলন দুর্ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গত শনিবার বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। তাদের মধ্যে ১৮ নারী, ১৩ পুরুষ, ৫ মেয়ে শিশু ও ৫ ছেলে শিশু রয়েছে।
তবে দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিজয়ের দল থেকে কেউ আহতদের দেখতে যাননি কিংবা নিহত পরিবারের পাশে দাঁড়াননি। বিজয় কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিহতদের প্রতিটি পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন। ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছে।