
খুলনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আক্তার মোল্লা (৪০) নামে এক যুবকের দুই হাত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটে বটিয়াঘাটার দারোগার ভিটায়। তিনি গল্লামারি এলাকার বাসিন্দা চাঁদ আলী মোল্লার ছেলে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আক্তার মোল্লা জানান, সকালে তিনি বাড়িতে ছিলেন। “ওই সময়ে ভাগ্নে শাহেদের বন্ধুরা আমাকে ডেকে বটিয়াঘাটার দারোগার ভিটায় নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে ৪-৫ জন লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আমার দুই হাত কেটে দিয়েছে। পরে আমার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।”
বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “এ ধরনের ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা আক্তারের পূর্বপরিচিত। সকালে মোটরসাইকেল যোগে তাকে বাড়ি থেকে ডেকে দারোগার ভিটার একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। ঘটনাস্থলে ৪ জন ছিল। ধারণা করা হচ্ছে, আক্তার মোল্লা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন এবং সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিতেন।”
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ জানান, “ধারালো অস্ত্রের আঘাতে তার বাম ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত বাম হাতের অবস্থা খুবই গুরুতর। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি।”