
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া কিশোর নির্জন আমিন খানকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি থানায় প্রাথমিক যাচাই–বাছাই শেষে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে সকাল ১০টার দিকে ১৪ বছর বয়সী ওই কিশোরকে ধানমন্ডি এলাকা থেকে আটক করে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, কিশোরটির আচরণ প্রথমে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের সময় সে নিজেকে কখনও শিক্ষার্থী, কখনও আবার ছাত্রদল বা ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিল, যা বিভ্রান্তি তৈরি করে।
পুলিশ আরও জানায়, নির্জনের ব্যাগে পাওয়া কিছু কাগজপত্র ও আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয়, সে হয়তো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকতে পারে।
তবে বিস্তারিত যাচাই–বাছাই শেষে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “ছেলেটি গ্রামের বাড়ি থেকে সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা দেখতে এসেছিল। তার পরিবারের সঙ্গে যোগাযোগের পর কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”