
বলিউড ও দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় মুখ ধানুশ ও ম্রুণাল ঠাকুরকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিয়ের গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনা, ভালোবাসা দিবসেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই দুই তারকা।
তবে এ ধরনের জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই একটি রহস্যময় পোস্ট দিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেন ম্রুণাল ঠাকুর। একই সঙ্গে এই বিয়ের খবর সম্পূর্ণ সত্য নয় বলেও দাবি করেছেন ধানুশ।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ম্রুণাল। ভিডিওতে দেখা যায়, তিনি একটি নৌকার ওপর দাঁড়িয়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।
ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’।
এই ক্যাপশন ঘিরেই ভক্তদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। অনেকের ধারণা, চারদিকে চলা বিয়ের গুঞ্জন তাকে মোটেও বিচলিত করছে না এমন বার্তাই হয়তো দিতে চেয়েছেন অভিনেত্রী।
এরই মধ্যে ম্রুণালের ঘনিষ্ঠ একটি সূত্র বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ওই সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী মাসে ম্রুণালের বিয়ের কোনো পরিকল্পনাই নেই। কারণ ফেব্রুয়ারিতে তার একটি বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলুগু সিনেমা।
বর্তমানে অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ম্রুণাল। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে প্রায় অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, ধানুশও সংবাদমাধ্যমে এই বিয়ের খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।
উল্লেখ্য, গত বছরের আগস্টে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতির পর থেকেই মূলত এই আলোচনা শুরু হয়। ৪২ বছর বয়সী ধানুশ ও ৩৩ বছর বয়সী ম্রুণালের বয়সের ব্যবধান নিয়েও সে সময় কম চর্চা হয়নি।