
জাপানের শাসক লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) শনিবার নতুন নেতা নির্বাচন করছে, যা দলের জন্য জনমতের আস্থা পুনরুদ্ধারের সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের উচ্চ মূল্যস্ফীতি ও জনপ্রিয়তার পতনের কারণে ভোটাররা বিরোধী দলগুলোর দিকে ঝুঁকছেন, যারা বড় প্রণোদনা এবং বিদেশীদের ওপর নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিচ্ছে।
নেতৃত্বের প্রধান প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন ৪৪ বছর বয়সী কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। নির্বাচিত হলে তিনি জাপানের আধুনিক যুগের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হবেন। অন্যদিকে কনজারভেটিভ ন্যাশনালিস্ট সানাই তাকাইচি নির্বাচিত হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। এছাড়া ৬৪ বছর বয়সী চিফ ক্যাবিনেট সচিব ইয়োশিমাসা হায়াশিও প্রার্থী হিসেবে শক্তিশালী মনোনীত। তিনি প্রাক্তন কৌশলগত কেন্দ্রপন্থী নেতা হিসেবে পরিচিত।
দীর্ঘদিন শাসক থাকলেও এলডিপির ভেতরে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে যুব ভোটার এবং ছোট দলগুলোর মধ্যে এলডিপির জনপ্রিয়তা কমছে। নতুন নেতা এলডিপিকে এই সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের করার দায়িত্ব পাবেন।
টাকাইচি তার প্রস্তাবিত নীতি নিয়ে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি অর্থনীতি সচল করতে সরকারি ব্যয় বাড়াতে চান এবং ব্যাংক অফ জাপানের সুদের হার বৃদ্ধির নীতিকে সমালোচনা করছেন। অন্যদিকে কোইজুমি ও হায়াশি ইশিবা সরকারের অর্থনৈতিক নীতির ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, পরিবারের মজুরি বৃদ্ধির পরিকল্পনা ও মূল্যস্ফীতি মোকাবেলার ওপর জোর দিয়েছেন।
নেতৃত্ব নির্বাচন হবে ২৯৫ জন এলডিপি সংসদ সদস্য এবং সমান সংখ্যক সাধারণ ভোটের মাধ্যমে। প্রথম রাউন্ডে কেউ বিজয়ী না হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। ফলাফল আশা করা যাচ্ছে শনিবার সকালেই। নির্বাচিত নেতা সকাল ৯টার দিকে সংবাদ সম্মেলন করবেন।
সূত্র: রয়টার্স