
ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির সময় পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেডের ঘটনায় চার শিক্ষক আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে ঘটে এই ঘটনা। আহতরা হলেন আসাদুজ্জামান (৪৭), ইকবাল হাসান (৪০), মোস্তাকিম (৪৫) ও বাবু (৩৬)।
আহত আসাদুজ্জামান বলেন, “শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে গেলে পুলিশ আমাদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, পাশাপাশি লাঠিচার্জ চালায়। পরে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আহত চার শিক্ষককে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।”
নন-এমপিও শিক্ষকরা অভিযোগ করেছেন, “দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। বেতন-ভাতা না পাওয়ার কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আমাদের একমাত্র দাবি— সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে।”
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা দীর্ঘ ১৮ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন।