গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বাসায় ফিরলেও তার শারীরিক অবস্থা এখনো স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নুরের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, মাথা, নাক ও মুখে গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা নুরকে আগামী ৪ থেকে ৬ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। নাক ও চোয়ালে আঘাত থাকায় শক্ত খাবার খাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং চোয়াল নাড়ানো কমাতে তাকে কম কথা বলতে বলা হয়েছে। যদিও রাজনৈতিক জীবনের কারণে তিনি মনের জোরে অনেকের সঙ্গে সাক্ষাৎ ও কথোপকথনের চেষ্টা করেছেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, আপাতত নুরের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন নুরুল হক নুর। সেখান থেকে বিকেলে চিকিৎসকের অনুমতি নিয়ে তিনি ছাড়পত্র পান।