
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ঢেউয়ে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের তীব্রতায় প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি পদত্যাগ করেছেন এবং দেশ ছাড়েছেন। বিক্ষোভের ফলে নেপালে এখনো সংঘাত অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, "নেপালের পরিস্থিতির ওপর আমরা নিবিড় নজর রাখছি। হাই কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং তারা আমাদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছে। আপাতত নেপাল ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দৃষ্টি রাখার প্রধান বিষয়।"
এছাড়া মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নেপাল থেকে আজ বাংলাদেশে ফেরার কথা থাকা জাতীয় ফুটবল দলের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে দলটি কাঠমান্ডুতে আটকা পড়ে আছে। পাশাপাশি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দলও শিক্ষা কার্যক্রম শেষে দেশে ফেরার জন্য অপেক্ষা করছিল, তারা ও কাঠমান্ডুতে আটকা পড়েছেন।
পরিস্থিতির নিরাপত্তা বিষয়ক প্রভাব এবং বিমান চলাচলের স্থগিত থাকার কারণে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।