
রাতভর টানা বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ধসে পড়েছে পাহাড়ের মাটি। এর ফলে খাগড়াছড়ির সঙ্গে সাজেকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ভোগান্তিতে পড়েছেন শত শত পর্যটক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে বৃষ্টিপাতের কারণে বাঘাইহাট–সাজেক সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় একাধিক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ধসে পড়া মাটির সঙ্গে পাহাড়ি গাছ ও পাথর সড়কের ওপর এসে জমে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাহাড়ধসের কারণে সাজেকে বেড়াতে যাওয়া অন্তত চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। দুই পাশেই আটকে পড়েছে অনেক যানবাহন, যার ফলে নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দিঘিনালার ফায়ার সার্ভিসের একটি দল, যারা সড়ক পরিষ্কারে কাজ শুরু করেছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, "সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সঙ্গে রয়েছে বড় বড় পাথর ও গাছ। স্থানীয়দের নিয়ে কাজ শুরু করেছি, তবে ভারী যন্ত্র ছাড়া এসব সরানো সম্ভব না। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।"