
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবকাঠামোগত উন্নয়নে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ৮৪০ কোটি টাকার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’ অনুমোদন দিয়েছে।
রোববার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ১২টি প্রকল্পের মধ্যে এই প্রকল্পও অনুমোদিত হয়। আগামী জুলাই ২০২৫ থেকে জুন ২০৩০ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে।
প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় এলাকায় ৪১টি নতুন বহুতল ভবন নির্মাণসহ আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। এর মধ্যে রয়েছে ১৬টি ছাত্র-ছাত্রীদের আবাসিক হল, ৮টি একাডেমিক ভবন, শিক্ষকদের জন্য আবাসন, ১২তলা মাল্টিপারপাস ডাকসু ভবন, নতুন প্রশাসনিক ভবন, উন্নত মেডিকেল সেন্টার, জিমনেসিয়াম, খেলার মাঠ ও ডরমিটরি।
একাডেমিক ভবন সম্প্রসারণে ১২তলা ও ৬তলা বিশিষ্ট নতুন ভবন হবে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে। আইএসআরটি ও ফার্মেসি, উদ্ভিদবিজ্ঞান, চারুকলা ও বিজনেস স্টাডিজ অনুষদেও আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ছাত্রদের জন্য শহীদ জহুরুল হক, মাস্টার দা সূর্যসেন, শহীদুল্লাহ, মুহসীন, কুদরাত-ই-খুদা হলসহ বিভিন্ন হলে ১০টি নতুন ভবন হবে, যা আবাসন সংকট দূর করবে। প্রতিটি হলেই শিক্ষকদের জন্য কোয়ার্টার থাকবে।
ছাত্রীদের জন্য শাহনেওয়াজ, শামসুন নাহার, কুয়েত মৈত্রীসহ অন্যান্য হলে মোট ৬টি নতুন ভবন নির্মিত হবে, যেখানে ৩ হাজারেরও বেশি ছাত্রী আবাসন সুবিধা পাবেন।
শিক্ষকদের জন্য দক্ষিণ ফুলার রোডে ১৫তলা আবাসিক ভবন এবং উপ-উপাচার্যের জন্য ২তলা বাংলো নির্মাণ করা হবে।
ডাকসুর বর্তমান ভবনের স্থানে ১২তলা মাল্টিপারপাস ভবন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ২০তলা ও ৪তলা দুটি নতুন ভবন গড়ে তোলা হবে।
এছাড়াও খেলার মাঠে আধুনিক গ্যালারি, বাস পার্কিং, খেলোয়াড়দের ডরমিটরি এবং পরিচালনা অফিস নির্মাণ করা হবে। জলাধার সংস্কার, রাস্তা, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনের কাজও প্রকল্পের অন্তর্ভুক্ত।
বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে ৬তলা শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার এবং ৪তলা মসজিদুল জামিয়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আবাসন ও প্রশাসনিক কাঠামোতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।