
যুক্তরাষ্ট্রে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে না পারার সাংবিধানিক সীমা এড়িয়ে যাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৩০ মার্চ) এনবিসি নিউজে সম্প্রচারিত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সংবাদ দ্য গার্ডিয়ানের।
সাক্ষাৎকারে, ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদের পরেও প্রেসিডেন্ট থাকার চেষ্টা করবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদের বেশি থাকতে না পারার যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে তা এড়ানো যেতে পারে।’
এর আগেও ট্রাম্প বেশ কয়েক বার বলেছেন যে, তিনি পরের মেয়াদেও নির্বাচন করতে চান, যা তিনি রসিকতা হিসেবে দাবি করেছেন।
কিন্তু রোববার (৩০ মার্চ) সাক্ষাৎকারে যখন ট্রাম্প বললেন, ‘এমন ‘পদ্ধতি’ আছে যা দিয়ে আপনি সাংবিধানিক সীমাকে এড়াতে পারেন তখন এটি পরিষ্কার যে, ট্রাম্প এবার রসিকতা করছেন না।’
ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, ‘না, আমি মজা করছি না। আমি মজা করছি না। তবে এটা নিয়ে এখনই ভাবার সময় হয়নি।’
ট্রাম্প বলেন, ‘এমন কোনো পদ্ধতি আছে যা দিয়ে আপনি এটি করতে পারেন, যেমনটি আপনি জানেন।’ তবে এর বেশি কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে টানা দুই বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবেন না।
তবে সাংবিধানিক সংশোধনী বাতিলের প্রস্তাবের জন্য কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট এবং ৫০টি মার্কিন রাজ্যের তিন-চতুর্থাংশের আইনসভার অনুমোদন প্রয়োজন হবে।
ট্রাম্পের সমর্থকরা চান ২০২৮ সালের পরও ট্রাম্পকে ক্ষমতায় থাকুক।
এদিকে, দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের সময় সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বয়স ছিল ৭৮ বছর। যদি তিনি ২০২৮ সালের নভেম্বরের নির্বাচনের পর আরও চার বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তবে তার বয়স হবে ৮২।