
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে দাবি করা হয়েছিল, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তৃতা চলাকালীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতারা সভাকক্ষে বসে ছিলেন।
তবে শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।
সিএ প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে দেওয়া পোস্টে উল্লেখ করেছে, ছবিটি আসলে প্রধান উপদেষ্টার বক্তব্য শুরুর ঠিক আগে তোলা হয়েছিল। ছবির ক্যাপশনে স্পষ্টভাবে বলা ছিল যে, প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিলেন। কিন্তু একই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছিল যেন বাংলাদেশের প্রতিনিধিদল সভায় বসে ছিলেন।

বাস্তবে, নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রসহ বহু দেশের প্রতিনিধি গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন। সেই সময় বাংলাদেশের প্রতিনিধিদলও সভাকক্ষ ছেড়ে যায়।
বার্তা সংস্থা এএফপি ও অন্যান্য বিশ্বস্ত সংস্থার ছবিতে দেখা গেছে, নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের আসন খালি ছিল। বেসরকারি গণমাধ্যম থেকেও তথ্য নিশ্চিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর দাবির কোনো ভিত্তি নেই।
প্রকাশিত তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর বক্তৃতা চলাকালীন সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দল সভাকক্ষে উপস্থিত ছিলেন না; ছবিটি ভিন্ন সময়ে তোলা হয়েছিল এবং বিভ্রান্তি সৃষ্টি করতে ব্যবহার করা হয়েছে।