
রাজধানীর বনানীতে অবৈধভাবে পরিচালিত দুটি সিসা বারে অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি সিসা ও হুক্কা সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে।
বুধবার সন্ধ্যায় মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। প্রথমে বনানীর গেসিনো নামে একটি সিসা বারে অভিযান চালানো হয়। এরপর বনানীর ১৭ নম্বর সড়কে অবস্থিত ডেল্টা ডালিয়া ভবনের হাবানা নামের আরেকটি সিসা বারে অভিযান চালায় ডিএনসির দল।
দুইটি সিসা বার থেকে ১৫ কেজি সিসা, ১৩টি হুক্কা সেট, ১০ কেজি কয়লা এবং হুক্কা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই সিসা বার চালিয়ে আসছিল বলে ডিএনসির কর্মকর্তারা জানান।
অভিযান শেষে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম সাংবাদিকদের বলেন, "অভিযানে দুটি সিসা বার থেকে বিপুল সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।"
তিনি আরও বলেন, "সিসা সেবনের মাধ্যমে তরুণ প্রজন্মকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে।" রাজধানীর অন্যান্য এলাকাতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।