
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের দুই উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ ও কমলেশ মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৬ আগস্ট জারি করা আদেশে বলা হয়েছে, পলাশকে ২০২৩ সালের নভেম্বর মাসে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিবেদন জমা দেননি এবং সময় বৃদ্ধি চাওয়ার জন্যও আবেদন করেননি।
দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ১৬ জুলাই কমিশনের সভায় বিধি ৪৩(১) মোতাবেক তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। বরখাস্ত থাকা অবস্থায় তিনি বিধিমতো খোরাকি ভাতা পাবেন। বরখাস্তের আদেশ ৬ আগস্ট থেকে কার্যকর হবে।
অন্যদিকে, কমলেশ মণ্ডল ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর পিডি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামানসহ অন্যান্যদের বিরুদ্ধে ঠিকাদারি নিয়োগ ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করার দায়িত্বে ছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দেওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
দুদকের আদেশে বলা হয়েছে, ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১০ এপ্রিল পর্যন্ত কমলেশ মণ্ডল নির্ধারিত অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করা এবং সময় বৃদ্ধির আবেদন না করার কারণে তাকে বিধিমালা মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালেও তিনি প্রযোজ্য বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।