
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের নেতা কামরান সাঈদ উসমানী ভারতের উদ্দেশে হুমকি দিয়েছেন। তিনি বলেন, যদি ভারত বাংলাদেশে কোনো ক্ষতিকর অভিপ্রায়ে নজর দেয় বা হামলা চালায়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল যথাযথ জবাব দেবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন।
একটি ভিডিও বার্তায় উসমানী বলেন, “যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হামলা করে বা খারাপ অভিপ্রায়ে বাংলাদেশে চোখ দেয়, মনে রাখুন, পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং আমাদের মিসাইল কিন্তু দূরে নয়।”
তিনি আরও বলেন, বাংলাদেশে যদি ‘অখণ্ড ভারত’ ভাবধারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, পাকিস্তান তা সহ্য করবে না। উসমানী দাবি করেন, পাকিস্তান আগেও ভারতের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে এবং প্রয়োজন হলে আবারও এমন করবে। তিনি অভিযোগ করেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশের শান্তি বিঘ্নিত করছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্র হিসেবে রূপান্তরের চেষ্টা করছে।
প্রস্তাবনায় তিনি বলেন, “আমাদের মতে, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত।”
বিশ্লেষকরা বলছেন, যদি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গড়ে ওঠে, তবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্য উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে