
প্রশাসনের নিয়ন্ত্রণ ভাগ করে নেওয়ার অভিযোগ তুলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার দাবি, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসনিক কাঠামো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। একইসঙ্গে, গণমাধ্যম এখনো ব্যবসায়িক স্বার্থে পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, “গণমাধ্যমকে সব গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এ সবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর।”
তিনি আরও বলেন, “সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়।” একইসঙ্গে, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান উপদেষ্টা।
বৈঠকে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, আগের সরকারের সময় গণমাধ্যমে যে অনিয়ম দেখা গিয়েছিল, তা থেকে মুক্ত হওয়ার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সে পথে হাঁটেনি। তারা আরও উল্লেখ করেন, কোনো কোনো গণমাধ্যমের চরিত্র সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায়।
এছাড়া, সংবাদ প্রকাশে বিভিন্ন সংবাদ সংস্থার নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা। তাদের মতে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেলে হলুদ সাংবাদিকতার প্রবণতাও কমে আসবে।