
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার।
ঢাকাওয়াচ২৪ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শাহীনুল ইসলাম অফিসে বসেই ভিডিও কলে নারীদেরকে যৌনাঙ্গ প্রদর্শন করছেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির অনুচ্ছেদ–৭ অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুব। যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম ছিলেন সদস্য সচিব। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং তথ্যপ্রযুক্তি বিভাগের পরিচালক মো. মতিউর রহমানকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
চলতি বছরের ৯ জানুয়ারি বিএফআইইউ প্রধানের দায়িত্ব গ্রহণ করেন শাহীনুল ইসলাম। মাত্র সাত মাসের মাথায় তাঁর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে দেখতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার সদস্যের কমিটি গঠন করে।
এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয় শাহীনুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে। পরবর্তীতে মন্ত্রণালয় তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়।
সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বরে বিএফআইইউ এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহ ও তাঁর পরিবারের ৫০টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছিল। এসব হিসাবে প্রায় ১২০ কোটি টাকা ছিল। তবে চলতি বছরের এপ্রিল মাসে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এ ব্যবসায়ীর কোম্পানির চারটি হিসাব পুনরায় ফ্রিজ না করে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, কয়েক কোটি টাকার বিনিময়ে এই সুবিধা দিয়েছিলেন শাহীনুল ইসলাম।