
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের খরচ নিয়ে নতুন বিতর্ক ছড়িয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) কংগ্রেসের কেরালা ইউনিট জানায়, মোদি মাত্র ১২ ঘণ্টা সৌদিতে অবস্থান করেও ১৫ কোটি রুপি খরচ করেছেন।
কেরালার কংগ্রেসের বরাত দিয়ে বলা হয়েছে, মহারাষ্ট্রের অধিকারকর্মী অজয় বসুদেব বোস মোদির সৌদি সফরের খরচ জানতে চেয়েছিলেন। তার জিজ্ঞাসার জবাবে জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেল জানিয়েছেন, মোদি সৌদিতে আসার সময় মোট ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ রুপি খরচ করেছেন। এর মধ্যে হোটেল খরচই ১০ কোটি রুপি।
কংগ্রেস দাবি করেছে, মোদির এই সফরে প্রতি ঘণ্টায় খরচ হয়েছে প্রায় ১.২৫ কোটি রুপি, যার মধ্যে হোটেল খরচ alone ১০.২ কোটি রুপি।
এপ্রিলে মোদি সৌদিতে যান। সেই সময় জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ায় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন।
অধিকারকর্মী অজয় বসুদেব বোস সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, কয়েক ঘণ্টার জন্য এত বিশাল খরচ বিশেষ করে হোটেলের জন্য ১০ কোটি রুপি অস্বাভাবিক। মোদিকে কি কেউ এই অতিখরচের বিষয়ে প্রশ্ন করবে?
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া