
আবারও যান্ত্রিক ত্রুটিতে পড়লো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার (৬ আগস্ট) ব্যাংককের উদ্দেশে যাত্রা করা বিজি-৩৮৮ ফ্লাইটটি মাঝ আকাশ থেকে ফিরে আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইটটিতে ১৪৬ জন যাত্রী ছিলেন।
বিমান কর্তৃপক্ষ জানায়, দুপুর ১২টা ৬ মিনিটে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি ঢাকা থেকে উড্ডয়ন করে। মিয়ানমারের আকাশে প্রবেশের পর পাইলট একটি ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের লক্ষণ পান। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তখনই ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।
প্রায় এক ঘণ্টা পর, দুপুর ১টা ২১ মিনিটে ফ্লাইটটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানের একজন কর্মকর্তা জানান, বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের সন্ধ্যা ৬টা ২ মিনিটে ব্যাংককে পাঠানো হয়েছে।
বিমান সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, যান্ত্রিক সমস্যা থাকা এই উড়োজাহাজটি দীর্ঘদিন মেরামতের জন্য হ্যাংগারে রাখা ছিল। চলতি সপ্তাহের সোমবার পরীক্ষামূলকভাবে ঢাকা-সিলেট-ঢাকা রুটে চালানো হয় এটি। সেই ফ্লাইট সফলভাবে শেষ হওয়ায় আজকের ব্যাংকক রুটে উড়োজাহাজটি ব্যবহার করা হয়। কিন্তু পুরনো সমস্যাই আবারও ফিরে আসে।
এ ঘটনায় বিমানের প্রকৌশল বিভাগ তদন্ত শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “ফ্লাইটটি উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ফিরে আসে। প্রকৃত যান্ত্রিক ত্রুটি কী ছিল, তা প্রকৌশল বিভাগ নিশ্চিত করবে।”
উল্লেখ্য, এর মাত্র ক’দিন আগেই, ২৮ জুলাই দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটেও একই ধরনের ঘটনা ঘটে। বোয়িং ৭৭৭-ইআর মডেলের সেই উড়োজাহাজটিও আকাশে এক ঘণ্টা ওড়ার পর যান্ত্রিক সমস্যার কারণে বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।