
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বিষয়ে’ আলোচনা করতে যমুনায় পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানরা। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক শুরু হওয়ার কথা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, এটি কোনো কল-অন বৈঠক নয়; তিন বাহিনীর প্রধান নিজ উদ্যোগে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন।
তবে বৈঠকের সুনির্দিষ্ট এজেন্ডা ও আলোচনার বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠকের সূচি কিছুদিন আগে থেকেই নির্ধারিত ছিল।