.png)
অভিনেত্রী মৃণাল ঠাকুর একের পর এক বিতর্কিত মন্তব্যে নজর কেড়েই চলেছেন। এবার আলোচনায় এলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রসঙ্গে। ২০২১ সালের এক সাক্ষাৎকারে মৃণাল প্রকাশ করেছিলেন, “একটা সময় ছিল, আমার বিরাট কোহলিকে খুব ভালো লাগত। আমি পাগলের মতো ওঁকে ভালবাসতাম।”
তিনি জানান, তাঁর ভাই ক্রিকেটপ্রেমী হওয়ায় তাঁর নিজেরও ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। সেখান থেকেই বিরাটের প্রতি মুগ্ধতা জন্মে। পরবর্তীতে এই ক্রিকেট প্রেমের প্রেক্ষাপটে ‘জার্সি’ ছবিতে অভিনয়ও করেন মৃণাল।
অভিনেত্রী বলেন, “একটা সময়ে নীল রঙের জার্সি পরে ভারতকে সমর্থন করতাম। আর তারপরে আমি নিজেও ‘জার্সি’ নামের ছবিতে অভিনয় করলাম। এই কাকতালীয় বিষয়টি খুব ভালো লেগেছে আমার।”
সাক্ষাৎকারে স্বামীর প্রশংসার পাশাপাশি মৃণাল ইঙ্গিত দিয়েছেন আনুশকা শর্মার দিকে। তিনি বলেন, “এমন বহু ছবি রয়েছে। আমি নিজে প্রস্তুত ছিলাম না বলে প্রত্যাখ্যান করেছি বেশ কিছু ছবি। বিতর্ক শুরু হয়ে যাবে ছবির নাম বললে। একটি ছবি দারুণ সফল হয়েছিল। ছবির নায়িকাকে এগিয়ে যেতে এই ছবির বড় অবদান রয়েছে ঠিকই। ওই নায়িকা তো এখন কাজই করছেন না। আমি কিন্তু কাজ করছি। এটাই আমার কাছে জয়।”
নেটিজেনদের অনুমান, এই ইঙ্গিত মূলত আনুশকা শর্মার দিকে, কারণ তিনি সালমান খানের ‘সুলতান’ ছবিতে কাজ করার সুযোগ পান, যেখানে মৃণালের নাম আগে ছিল।