
মাত্র ১৬ বছরের আন্তর্জাতিক পথচলায় বিশ্ব ক্রিকেটে শক্ত অবস্থান তৈরি করেছে আফগানিস্তান। অল্প সময়ে সমীহ জাগানো দলে পরিণত হলেও এখনো নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি তারা। নিরাপত্তাজনিত বাস্তবতায় আফগান ক্রিকেটারদের জীবনযাপনও সহজ নয়- এমনটাই জানালেন দলের তারকা লেগ স্পিনার রশিদ খান।
কেভিন পিটারসেনের সঙ্গে একটি পডকাস্টে আফগানিস্তানে নিজের চলাফেরা নিয়ে কথা বলেন রশিদ। তিনি বলেন, ‘আফগানিস্তানের রাস্তায় আমি হাঁটতে পারি না। আমার বুলেটপ্রুফ গাড়ি আছে।’
বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের কারণ জানতে চাইলে রশিদ খান ব্যাখ্যা করেন, ‘নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করি। আপনি ভুল জায়গায় ভুল পরিস্থিতিতে নিশ্চয়ই পড়তে চাইবেন না। আফগানিস্তানে এটা স্বাভাবিক ঘটনা। প্রত্যেকেই ব্যবহার করেন।’
২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসে। এরপর গত চার বছরে তালেবান সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা করে আলোচনায় থাকেন রশিদ খান। বিশেষ করে নারী শিক্ষা ও অধিকার ইস্যুতে তালেবান নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন তিনি।
যুদ্ধবিধ্বস্ত দেশে এক সময় ক্রিকেট খেলা রশিদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি বাইরে বের হতে পারতাম না। ক্রিকেট খেলার কোনো অনুমতি ছিল না। আফগানিস্তানের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল।’