
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তান সীমান্তবর্তী সাম্বাজা পয়েন্ট দিয়ে একদল ব্যক্তি পাকিস্তানে প্রবেশের চেষ্টা করলে মঙ্গলবার নিরাপত্তা বাহিনী তাদের থামানোর চেষ্টা করে। তখন উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৪৭ জন অনুপ্রবেশকারী।
নিহতদের সবাই আফগান নাগরিক এবং তাদের সঙ্গে আফগান তালেবান গোষ্ঠীর যোগাযোগ রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা পাকিস্তানি সশস্ত্র সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এ যোগ দিতে সীমান্ত পাড়ি দিচ্ছিলেন।
যদিও অভিযানে নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি, তবে কর্মকর্তাদের দাবি অনুপ্রবেশকারীদের বড় অংশ নিহত হয়েছে, বাকিরা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সন্ত্রাসী হামলার মাত্রা বেড়েছে। পাকিস্তানের থিঙ্কট্যাংক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিক্স) জানিয়েছে, শুধু গত জুন মাসেই দেশটিতে ৭৮টি সন্ত্রাসী হামলা হয়েছে, যেখানে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।