
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব স্থানীয় কমিটি বাতিল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ নিয়ে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্পষ্ট বার্তা দিয়েছেন— কেউ যদি "সমন্বয়ক" পরিচয়ে চাঁদাবাজি, তদবির কিংবা মামলা বাণিজ্যে জড়ায়, তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দিন।
রোববার (২৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টের কমেন্ট সেকশনেও তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত মত প্রকাশ করেন।
সারজিস আলম ফেসবুকে লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।”
পরে এক মন্তব্যে তিনি বলেন, “কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। কোনো অফিসে, কোনো বাসায়, কিংবা কোনো প্রতিষ্ঠানে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন।”