
এই বছর দুর্গাপূজার জন্য সরকারের বরাদ্দকৃত অনুদান এক কোটি টাকা বৃদ্ধি করে পাঁচ কোটি টাকা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনকালে এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার চার কোটি টাকা অনুদান দিয়েছিল। এবার এক কোটি টাকা বাড়িয়ে তা পাঁচ কোটি টাকা করা হয়েছে। গত ১৫ বছর সরকারের অনুদান ছিল দুই কোটি টাকা। এরপর থেকে সরকার ধাপে ধাপে বৃদ্ধি করে এখন পাঁচ কোটি টাকা দিয়েছে। প্রয়োজন হলে আরও সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও জানান, এবার দুর্গাপূজা গতবারের তুলনায় আরও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এই পূজায় শুধু হিন্দু ধর্মাবলম্বীরা নয়, সব ধর্মের মানুষই অংশগ্রহণ করেন। আশা করি, এ বছরও উৎসব হবে আনন্দময় এবং নির্বিঘ্ন।
স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। পূজার সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদযাপন কমিটির প্রতি বিশেষ আহ্বান জানিয়েছি।
এবারের দুর্গাপূজা উদযাপনকে আরও নিরাপদ ও আনন্দঘন করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সকল অংশগ্রহণকারীর সচেতনতা প্রয়োজন বলে জানান তিনি।