
যুক্তরাজ্যের আইল অব ওয়াইট দ্বীপে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। সোমবার দ্বীপটির সমুদ্রতীরবর্তী একটি রিসোর্ট শহরের কাছে মাঠে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উড়োজাহাজটিতে ঠিক কতজন যাত্রী ও ক্রু ছিলেন, সে সম্পর্কেও এখনো কোনও তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ২৪ মিনিটের দিকে ভেন্টনর শহরের কাছের একটি খোলা মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
ঘটনার খবর পাওয়ার পরপরই হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান। জরুরি চিকিৎসাসেবা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্স, যাতে ছিলেন একজন চিকিৎসক ও একজন বিশেষজ্ঞ প্যারামেডিক।
তবে কতজন আরোহী ছিলেন এবং কেউ আহত বা নিহত হয়েছেন কিনা, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কর্তৃপক্ষও এ নিয়ে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “আমি গাড়ি চালিয়ে শাঙ্কলিনের দিকে যাচ্ছিলাম। তখন আকাশে একটি উড়োজাহাজকে চক্কর দিতে দেখি। কিছুক্ষণ পরে সেটি আড়ালে চলে যায় এবং পরে একটি ঝোপের মধ্যে আছড়ে পড়ে।”