
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির ধারণা, এই ক্ষেপণাস্ত্র পেলে তারা রুশ বাহিনীর ওপর চাপ বৃদ্ধি করে যুদ্ধ দ্রুত শেষ করতে পারবে।
জেলেনস্কি বলছেন, টমাহক দিয়ে তিনি রাশিয়ার সামরিক ঘাঁটিতে সঠিক আঘাত করতে পারবেন, ফলে প্রতিরোধ দুর্বল হলে রাশিয়া কঠোর অবস্থায় পড়বে এবং শান্তি প্রতিষ্ঠার পথ সহজ হবে।
এর বিপরীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন যে, ওই ক্ষেপণাস্ত্র তাদের বড়সড় সমস্যায় ফেলবে না; তবে যদি ইউক্রেনের হাতে টমাহক আসে তাহলে যুদ্ধের তীব্রতা বাড়তে পারে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “ইউক্রেনে টমাহক দেওয়া নিয়ে মস্কো খুবই উদ্বিগ্ন।”
টমাহক মূলত একটি লক্ষ্যে নিখুঁত স্থায়ীত্বশীল সাবসনিক ক্রুজ মিসাইল, যা বিভিন্ন ধরনের ব্যবহারিক যুদ্ধধারণা অনুযায়ী বিভিন্ন ধরনের গোলাবারুদ বহন করতে সক্ষম।
সামরিক বিশেষজ্ঞ কোস্তিয়ানটিন ক্রিভোলাপ দাবি করেন, “টমাহক এক হাজার ছয়শ থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত গিয়ে লক্ষ্যে আঘাত করতে পারে।”
অন্য এক সামরিক বিশ্লেষক অ্যান্ড্রিয়া কোভালেঙ্কো বলেন, “রাডারে ধরা পড়ার কয়েক সেকেন্ডের মধ্যে টমাহক লক্ষ্যে আঘাত করে। টমাহকের তুলনায় রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল।”
উভয় পক্ষের তর্কের মধ্যে টমাহকের সক্ষমতা ও বিতরণের রাজনৈতিক ফলপ্রসূতা ঐতিহাসিক ও কৌশলগতভাবে বিশেষ গুরুত্ব পেতে শুরু করেছে—এবং এটি উদ্বেগ ও বিতর্ক বাড়িয়েছে আন্তর্জাতিক মঞ্চে।